
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদস্যদের ভোটে পূনরায় সভাপতি নির্বাচিত এড. শাহাদাত হোসেন ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এড. মোসাদ্দেক হোসেন চৌধুরী সবুজ।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, মোঃ অলি উল্যাহ চৌধুরী, সহ-সম্পাদক মাহবুবুল করিম টিপু, শাহাদাৎ হোসেন বাবুল, পাঠাগার সম্পাদক পদে মুহাম্মদ নজরুল ইসলাম মহসিন, বিনাপ্রতিদ্ধন্ধিতায় সাংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এড. জোবায়ের আল মামুন অনিম, সদস্য পদে কামরুল হাসান মানিক, মোঃ ফজলে এলাহী, মোঃ আব্দুর রহীম রাজু, আফরোজা ববি, মোঃ শামছুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, আইনজীবী সমিতি নির্বাচনে ১৩পদে প্রতিদ্ধন্ধিতা করছেন ২৭জন আইনজীবী। এরমধ্যে সভাপতি পদে নির্বাচন করছেন ৪জন। তারা হলেন, মোঃ ইউসূফ চৌধুরী, জিএইচএম আব্দুর নূর, মোঃ শাহাদাত হোসেন, মোঃ হারুন অর রশিদ। সাধারন সম্পাদক পদেও নির্বাচন করছেন ৪জন। তারা হলেন, মোঃ জহিরুল আলম, মোঃ নুর উদ্দিন বাবুল, মোসাদ্দেক হোসেন চৌধুরী সবুজ, মোঃ হাসান আল মাহমুদ।
সহ-সভাপতি পদে মোঃ অলি উল্যাহ চৌধুরী, মোঃ আবদুর রহীম, মোঃ আবুল খায়ের, মোহাম্মদ শামছু উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, সহ-সম্পাদক পদে মোঃ জহির হোসেন, প্রবীর মিত্র দেবনাথ, মাহবুবুল করিম টিপু, শাহাদাৎ হোসেন বাবুল, পাঠাগার সম্পাদক পদে মুহাম্মদ নজরুল ইসলাম মহসিন, মোঃ সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ জোবায়ের আল মামুন অনিম ও সদস্য পদে আফরোজা ববি, মোঃ আব্দুর রহীম রাজু, আবদুল ওয়াহেদ, আবু নোমান মোহাম্মদ মামুন, কামরুল হাসান মানিক, মোঃ ফজলে এলাহী, মোঃ শামছুল ইসলাম প্রতিদ্ধন্ধিতা করছেন।